বরিশাল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিকের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার ছোট ভাই শফিকুল ইসলাম সান্ত বরিশাল ডট নিউজকে জানান, গত ১২ জুন ২০২৪ তারিখে বানরীপাড়া উপজেলা নির্বাচনের সময় একটি মামলায় রফিকুল ইসলাম রফিককে প্রধান আসামি করে মোট ২২ জনের নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।
শফিকুল ইসলাম সান্তের দাবী, যখন বানরীপাড়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন রফিকুল ইসলাম রফিক ঢাকায় অবস্থান করছিলেন। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে রফিকুল ইসলাম রফিককে এই মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।
শফিকুল ইসলাম সান্ত আরও বলেন, তার ভাই সম্পূর্ণ নির্দোষ এবং শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে হয়রানি করা হচ্ছে। তিনি এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান এবং রফিকুলের দ্রুত মুক্তির দাবি জানান।
এদিকে, মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তারা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে এই বিষয়ে আরও তদন্ত চলছে।