ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দ্বায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ দ্বায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে তার দ্বায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এ্যাড. মাইনুল ইসলাম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমুন নাহার শিরিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাওলানা মোঃ আলমগীর হোসেন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী মৃধা, পাংগাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, লেবুখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন প্রমূখ।
এক সংক্ষিপ্ত বক্তব্যে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সকলের মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে দুমকীকে আধুনিক ও বাস্তবে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।
এসময় উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।