More

    কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। ৩০ জুন রবিবার সন্ধ্যার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনের একটি কক্ষে সাইট ব্যাগে রক্ষিত দুই কেজি গাঁজা সহ রানা কে আটক করা হয়েছে।

    রানা নীলগঞ্জ ইউনিয়নের মৃত কাদের কসাইয়ের ছেলে। কলাপাড়া থানার এ এস আই সঞ্চয় দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে এস আই বেল্লাল হোসেন কে সাথে নিয়ে কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ’র নির্দেশে নীলগঞ্জ আবাসনের ১৩০ ঘর থেকে তাকে দুই কেজি গাঁজা সহ আটক করে কলাপাড়া থানায় নিয়ে আসা হয়।

    এ বিষয়ে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. আলী আহম্মেদ জানান, দুই কেজি গাঁজা সহ রানা কসাই নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে আগামী কাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে বিক্ষোভ

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কে অবস্থান, বিক্ষোভ সমাবেশ ‍এবং মিছিল...