More

    কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। ৩০ জুন রবিবার সন্ধ্যার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনের একটি কক্ষে সাইট ব্যাগে রক্ষিত দুই কেজি গাঁজা সহ রানা কে আটক করা হয়েছে।

    রানা নীলগঞ্জ ইউনিয়নের মৃত কাদের কসাইয়ের ছেলে। কলাপাড়া থানার এ এস আই সঞ্চয় দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে এস আই বেল্লাল হোসেন কে সাথে নিয়ে কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ’র নির্দেশে নীলগঞ্জ আবাসনের ১৩০ ঘর থেকে তাকে দুই কেজি গাঁজা সহ আটক করে কলাপাড়া থানায় নিয়ে আসা হয়।

    এ বিষয়ে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. আলী আহম্মেদ জানান, দুই কেজি গাঁজা সহ রানা কসাই নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে আগামী কাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...