More

    বরিশালে গুঁড়ি বৃষ্টিতে জলবদ্ধতায় জনভোগান্তি

    অবশ্যই পরুন

    বরিশালে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলের এলাকাসহ সড়কগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। রোববারের বৃষ্টির কারণে নিচু এলাকার পানিবন্দি এলাকার বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে।

    এ দুর্ভোগ থেকে অবিলম্বে মুক্তি চায় ভুক্তভোগী নগরবাসী। সরেজমিন দেখা গেছে, বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ একাধিক সড়ক আংশিক বা পুরোপুরি তলিয়ে গেছে। পাশাপাশি তলিয়েছে নগরীর নিম্নাঞ্চলের এলাকাগুলো। বৃষ্টিতে নগরীর সদর রোড, প্যারারা রোড, আগরপুর রোড, ফকিরবাড়ী রোড, বটতলা সড়ক, পলাশপুর, পোর্টরোড, রসুলপুর, বেলতলা, চরমোনাই, কেডিসি বালুরমাঠ, নবগ্রাম রোড এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

    এছাড়া নগরীর ত্রিশ গোডাউন, খ্রিস্টানপাড়া ও সংলগ্ন চর, জিয়ানগর, রূপাতলী হাউজিং, পূর্ব রূপাতলী, পাকারমাথা ও ধানগবেষণা সড়কের বাসিন্দারা জলাবদ্ধতায় ভুগছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...