More

    বরিশালে ১৯ ড্রাম গলদা রেনু জব্দ, ১১ পাচারকারী আটক

    অবশ্যই পরুন

    বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৯ ড্রাম (১১ লাখ ৪০ হাজার) গলদা রেনু পোনা জব্দ ও রেনু পাচারের দায়ে ১১জন আটক করা হয়েছে।

    মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এবং থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

    অভিযানের নেতৃত্ব দেওয়া হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দৃকৃত রেনু নদীতে অবমুক্ত করার পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে সাড়ে চার হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।এছাড়াও জব্দকৃত ট্রলার নিলামে বিক্রি করা হবে।

    মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন। এসময় থানার এসআই গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...