বরিশালে চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত ২ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব এই তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত ওই দুই নেতা হলেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখর দাস ও একই ওয়ার্ডের মহিউদ্দিন খোকন। এরা দুজনই আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ও বর্তমান সিটি করপোরেশনের মেয়রের অনুসারী।
রাজিব বলেন, ১৩ এপ্রিল নগরীর ১০নং ওয়ার্ডের বাসিন্দা হালিম শাহের ছেলে তারেক শাহ চাঁদাবাজির অভিযোগে শেখর দাস ও মহিউদ্দিন খোকনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর মঙ্গলবার ২ আসামি জামিনের আবেদন করেন।
কিন্তু অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল আমিন জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।