More

    সেনাসদস্য আবাসিক হোটেল থেকে নারীসহ গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে হাসনাইন চৌধুরি (৩৬) নামে এক সেনা সদস্যকে নারীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার ( ৬ জুলাই) সকালে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুনু সরকার অভিযান চালিয়ে নগরীর পোর্ট রোডের একটি আবাসিক হোটেল থেকে তাকে আটক করেছেন।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, নগরীর পোর্ট রোডের একটি হোটেল থেকে নারীসহ একজন সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পক্ষ থেকে কোন অভিযোগ জানানো হয়নি।

    হাসনাইন চৌধুরি ভোলা জেলার দৌলতখান উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের আমিরুল চৌধুরীর ছেলে। তিনি ল্যান্স কর্পোরাল পদে কর্মরত আছেন। কিছুদিন আগে ছুটিতে গ্রামের বাড়িতে আসেন, এরপর শনিবার সকালে এই ঘটনা ঘটে।



    আটককৃত সেনাসদস্য হাসনাইন চৌধুরি বলেন, শামসুন নাহার পলির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। তবে তারা বিবাহিত নয়, শনিবার সকালে ওই হোটেলে একান্ত সময় কাটাতে গেলে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সেনাসদস্য হাসনাইন চৌধুরি সঙ্গে গ্রেপ্তার হওয়া ওই নারী বরিশাল নগরীর বাসিন্দা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে বিজয় দিবস উদ্‌যাপন

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে মঙ্গলবার সকাল থেকে কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়...