More

    কোটা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে ক্রিকেট খেলছে বিএম কলেজ শিক্ষার্থীরা

    অবশ্যই পরুন

    রাহাত রাব্বি : কোটা বাতিলের দাবিতে অবরোধ করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক।

    এদিকে আন্দোলনের স্থান মহাসড়কে ক্রিকেট খেলা শুরু করেন শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) বেলা ১১টায় বিএম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

    মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এসে শেষ হয়। পরে মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শুরুর পর মুষলধারে বৃষ্টি নামলেও তাতে ভিজেই আন্দোলন চালিয়ে যান এবং কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

    স্থানীয় রবিউল জানান, আন্দোলন শুরুর ঘণ্টাখানেক পরে বৃষ্টি নামলে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজেই আন্দোলন চালিয়ে যান। অন্যদিকে একদল শিক্ষার্থী সড়কের বিভিন্ন স্থানে ক্রিকেট খেলা শুরু করেন। অন্যান্য শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।



    রুমা ইসলাম রোজি নামে এক শিক্ষার্থী বলেন, সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে এবং সব চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে তারা আন্দোলন করছেন।

    তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলন নিতে বাধ্য হবেন তারা। এদিকে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের দু’পাশে যানবাহনের জটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীসহ সাধারণ মানুষ।

    এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম চৌধুরি বলেন- শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সজাগ আছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যাতে তারা দ্রুত রাস্তা ছেড়ে দেয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...