More

    এনসিএল দিয়ে মাঠে ফিরছেন তিন পাণ্ডব

    অবশ্যই পরুন

    আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি লিগ। আসন্ন এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরবেন তিন পাণ্ডব তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ।  বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলতে গিয়ে অল্প সময়ের ব্যবধানে দু’বার হার্ট অ্যাটাক হয় তার।

    তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে হার্টে পরানো হয় রিং। আপাতত সুস্থ আছেন সাবেক অধিনায়ক। তবে এখনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেননি।  তবে এবারের এনসিএল টি-টোয়েন্টি আসরে খেলতে দেখা যাবে তাকে। নিজ নিজ বিভাগের হয়ে খেলবেন তামিম ও মাহমুদুল্লাহ। তবে এ বছর সিলেট বিভাগের হয়ে খেলবেন মুশফিক। সাধারণত রাজশাহী বিভাগের হয়ে খেলে থাকেন তিনি।

    বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে মুশফিক। আমার মনে হয়, এ বছর সিলেট বিভাগের হয়ে খেলতে চায় সে। নির্বাচকরা আমাকে মাহমুদুল্লাহ সর্ম্পকে কিছু বলেনি। তবে আমার মনে হয়, সেও খেলবেন।

    গত বছর প্রথমবারের মত শুরুর পর এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেট স্থানীয় খেলোয়াড়দের কাছে জনপ্রিয় হয়ে উঠে। কারণ একমাত্র এই টুর্নামেন্ট দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের মেলে ধরার সুযোগ পায় স্থানীয় ক্রিকেটাররা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শের- ই- বাংলার ১৫২তম শুভ জন্মদিন উদযাপন

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ও ঢাকায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে বাঙালী জাতীয়তাবাদের অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা একে...