পেহেলগাম ইস্যুর পর ভারত-পাকিস্তান উত্তজনা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। কয়েকদিন আগেই লিজেন্ডস বিশ্বকাপ থেকে পাকিস্তান ম্যাচ বয়কট করেছিল ভারত। যা ভালোভাবে নিতে পারেনি পাকিস্তান। তাই এবার ভারতের অনুষ্ঠিত হকি এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। পাকিস্তানের এমন সিদ্ধান্তে কপাল খুলতে যাচ্ছে বাংলাদেশের।
পাকিস্তানের অভাব পূরণ করতে বাংলাদেশকে চায় ভারত। হকি ইন্ডিয়ার এক কর্মকর্তা বলেন, আসলে পাকিস্তান হকি ফেডারেশন এশিয়ান হকি ফেডারেশনকে একটি চিঠিতে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা এশিয়া কাপে অংশ নিতে পারবে না।
আমরা এখন বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি। আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত বিহারের রাজগীরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ হকি। পাকিস্তান খেলতে অস্বীকৃতি জানানোয় এবার বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কর্তৃপক্ষ।