More

    বৃত্তি পরিক্ষায় কিডরগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে পাথরঘাটায় সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ পাথরঘাটা প্রতিনিধি: “জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই—প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন? প্রাথমিক শিক্ষা উদ্দেশ্যে জবাব চাই”—এই জোরালো স্লোগানকে সামনে রেখে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিডরগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ কিডরগার্টেন অ্যাসোসিয়েশন, বরগুনার পাথরঘাটা উপজেলা শাখা।

    মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পাথরঘাটা উপজেলা প্রশাসন বিদ্যানিকেতন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিভাবক ও শিক্ষকরা বক্তব্যে বলেন, কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়া একটি সুস্পষ্ট বৈষম্য।

    দেশের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সকল শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করা, কিন্তু এই নীতির বিপরীতে গিয়ে কিডরগার্টেনের শিশুদের বৃত্তি পরীক্ষার বাইরে রাখা হচ্ছে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং প্রাথমিক শিক্ষা কাঠামোতে সমান সুযোগের নিশ্চয়তা চান।

    সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিডরগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হলে প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে, যা শিশুদের মানসিক ও শিক্ষাগত বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। এসময় বক্তব্য রাখেন—উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রুমানা ইয়াসমিন, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন, যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ,

    অভিভাবক প্রতিনিধি রেজাউল করিম বাদশাহ, সোনিয়া, ও শাহিন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষায় বৈষম্য দূরীকরণ ও শিশুদের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস-সহকারী (নাজির)সোহাগ এর এত সম্পদের উৎস কোথায়?

    পৌরসভার প্রাণকেন্দ্র নির্মান করছে বিলাসবহুল বাড়ি একই উপজেলায় ৮ বছর কর্মরত চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী...