বিচারপ্রার্থী সাধারণ মানুষের হয়রানি বন্ধে বরগুনার আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগের হেল্পলাইন চালু করা হয়েছে। বুধবার উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরানের উদ্যোগে সেবাপ্রাপ্তি দ্রুততর ও সহজতর করতে অভিযোগের এ হেল্পলাইন চালু করা হয়।
আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বেঞ্চ সহকারী কামাল হোসেন জানান, ম্যাজিস্ট্রেটের উদ্যোগে একটি বাটন হ্যান্ডসেট ও টেলিটক সিম কিনে (০১৫৪০৫৮৪৫৬৯) হেল্পলাইন চালু করা হয়েছে। শুধু অফিস সময় এ হেল্পলাইন নম্বরে ফোন করে আদালতের সেবা সম্পর্কে অভিযোগ জানানো যাবে।
তিনি আরও জানান, এ ছাড়া আদালতে কোর্ট ফি ছাড়া সব ধরনের নগদ টাকার লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের অভিযোগ পেলে তাৎক্ষণিক সামারি ট্রায়াল করবেন ম্যাজিস্ট্রেট।