More

    বরিশালে কনটেন্ট ক্রিয়েটর কাফির মানহানির অভিযোগে মামলা

    অবশ্যই পরুন

    জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাফির ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে দুই জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ওই মামলা করেন কনটেন্ট ক্রিয়েটর কাফি নিজে। সাইবার ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন মা দেয়াড় জন্য কলাপাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

    মামলার বিবাদীরা হলেন, ঝালকাঠি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন আকন ও বাগেরহাট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাহিদ। মামলার বরাতে আইনজীবী সাইদুর রহমান সোহেল জানান, শাওন আকন তার ফেসবুক পেইজ ভাইডি থেকে গত ১২ আগস্ট কাফির ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করে প্রচার করে।

    একই দিন নাহিদ তার ফেসবুক পেজ উজান টিভিতে একইভাবে অশ্লীল ভিডিও প্রচার করে। ওই ভিডিও প্রচারের পর বিভিন্ন জনের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে বাদী কাফিকে হুমকি দিয়ে মান সম্মান ক্ষুণ্ন করে। আদালতের বেঞ্চ সহকারী বলেন, ফেসবুকে অপপ্রচার করে বাদীর মান সম্মান ক্ষুন্ন করে ও টাকা দাবির অভিযোগের নালিশি মামলা তদন্ত করে প্রতিবেদন জমা দেয়াড় জন্য কলাপাড়া ওসিকে নির্দেশ দিয়েছেন।

    কনটেন্ট ক্রিয়েটর এবিএম হাবিবুর রহমান কাফি বলেন, ফেসবুকে তার মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) সংসীয় আসনে বিএনপি, জামাত দ্বিমুখী লড়াই তুঙ্গে। অবস্থান শক্ত করতে তৎপর ইসলামী আন্দোলন

     বরিশাল সংবাদ দাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সাজানো...