বরিশাল প্রতিনিধি: শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের মৃত্যুকে স্মরণ করে বাকেরগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে শোক পালন করেছে ছাত্রলীগ। ১৪ আগস্ট দিবাগত রাতে মোমবাতি জ্বালিয়ে ও স্লোগান দিয়ে শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস স্মরণ করে শোক পালন করেছে বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগ।
এ ঘটনায় শোক পালনকে কেন্দ্র করে রমজান নামে এক ছাত্রলীগ কর্মীকে স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দেয় বলে নিশ্চিত করেছেন শর্সি পুলিশ ফারির ইন্সপেক্টর মাজাহার। গ্রেফতারকৃত ছাত্রলীগ কর্মী রমজান ৩ নং দাড়িয়াল ইউনিয়নের আনিচ মুন্সীর ছেলে।
রমজান জানায়, দাড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াজ হাওলাদারের নেতৃত্বে খায়রুল সহ ১০/১২ জন মিলে দাড়িয়াল ইউনিয়নের কালেঙ্গা আম্বিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোমবাতি জ্বালিয়ে স্লোগান দিয়ে শোক পালন করে। পরদিন সকালে স্থানীয় জনতা রমজানকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।