আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ডিবি পুলিশ পরিচয়ে দস্যুতার ঘটনায় প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব—৮। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, ১৫ আগস্ট রাতে বরিশাল র্যাব—৮ এবং র্যাব—১০, একটি যৌথ ভাবে অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর কামরাঙ্গীরচর থানাধীন লোহার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে আগৈলঝাড়া থানার ডিবি পুলিশ পরিচয়ে দস্যুতা মামলার প্রধান আসামি উপজেলার বেলুহার গ্রামের শাহ জালাল ভূঁইয়ার ছেলে আরাফাত ভূঁইয়া (২০) কে গ্রেপ্তার করে।
আগৈলঝাড়া থানার মামলা সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই রাত ৪.৩০ মিনিটে আগৈলঝাড়া বাজারে মাছ বিক্রি করে মাছ ব্যবসায়ী জয় বিশ্বাস ভ্যানে করে বাড়ি ফেরার পথে ৪নং গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের বটতলা ব্রীজের সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছালে গ্রেপ্তারকৃত আরাফাত ভূঁইয়া (২০)’সহ অন্য দুইজন একটি মোটরসাইকেল দিয়ে তার পথরোধ করে নিজেদের ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দেহ তল্লাশির নামে মাছ বিক্রির ২১ হাজার ১০০ টাকা ছিনিয়ে নেয়।
এসময় অভিযুক্তরা ব্যবসায়ী জয় বিশ্বাসকে ভ্যানসহ থানায় নিয়ে যাওয়ার কথা বলে দুইজন মোটরসাইকেলযোগে আগে আগে চালিয়ে যায় আর একজন ভ্যানে ওঠে বসে ভিকটিম ও ভ্যানচালককে নিয়ে পশ্চিম মোল্লাপাড়া বাজারে পৌঁছানোর পর ভ্যানে থাকা অভিযুক্ত ভ্যান থেকে নেমে দৌড়ে তাদের মোটরসাইকেলে উঠে পালানোর চেষ্টা করলে জয় বিশ্বাস একজনকে ঝাপটে ধরলে বাকি দুইজন দৌড়ে পালিয়ে যায়।
এসময় স্থানীয় লোকজন আটককৃত একজনকে গণপিটুনি দিয়ে আগৈলঝাড়া থানায় হস্তান্তর করে। এ ঘটনা জয় বিশ্বাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি বরিশাল র্যাব—৮ এর নজরে আসলে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং ছায়াতদন্ত শুরু করে।
এরই প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামী আরাফাত ভূঁইয়াকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।