More

    ভোলায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    ভোলার চরফ্যাশনে বিএনপির দুই নেতাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। রোববার দুপুরে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

    আহতরা হলেন- দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি ও চরমানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মো. রেজাউল করিম খন্দকার এবং একই থানার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু তাহের মাস্টার। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানায়, অভিযুক্ত হামলাকারীর নাম আবুল হোসেন৷ তিনি একই থানার চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিন মিয়ার ছেলে।

    তবে ঘটনার পরপরই পালিয়েছেন তিনি। হামলার শিকার বিএনপি নেতা আবু তাহের মাস্টার বলেন, দুপুরে প্রভাষক রেজাউল করিম খন্দকার ও আমি তার বাসা থেকে বের হয়ে জোহরের নামাজ আদায় করতে মসজিদে রওনা হলে বাসস্ট্যান্ড মোড়ে অবস্থান করা অস্ত্রধারী আবুল হোসেন ধারালো অস্ত্র দিয়ে রেজাউল করিম খন্দকারকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

    তাকে রক্ষা করতে গেলে আমাকেও অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তিনি পালিয়ে যান। আবুল হোসেন স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনীর ইন্ধনে আগে থেকেই সেখানে অবস্থান করেছিলেন। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি অভিযোগ করে বলেন, রেজাউল করিমের রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একদল সন্ত্রাসী অস্ত্রধারী আবুল হোসেনকে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন তিনি।

    এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন। প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে দ্রুত এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি তার। ‎চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নিঝুম নাহিয়া বলেন, মো. রেজাউল করিম খন্দকার ও আবু তাহের নামে দুইজনকে ভর্তি করা হয়।

    তাদের মধ্যে রেজাউল করিমের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। দক্ষিণ আইচা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল হক ভুঁইয়া বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় আবুল হোসেন একাই ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছেন। তাকে ধরতে চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...