মো.নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে ইউএনও’র প্রচেষ্টায় সরকারি জমি দখল মুক্ত হওয়ায় খুশি এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। জানাগেছে, উপজেলার ৭৮ নং উত্তর রাজদী মৌজার বি,আর,এস খতিয়ান ১, ২১৩০ নং দাগে জমি ০.০৮ একরের মধ্যে . ০০৯৫ একর ভূমিতে অবৈধ স্থাপনা ছিলো।
যা কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন তার কঠোর উদ্যোগে অবৈধ দখলদার মো. নান্নু হাওলাদার তার টিনের তৈরি অবৈধ স্থাপনা দখল মুক্ত করেন।
কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, সরকারি দখলকৃত খাস জমি উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।