নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
গতকাল সকাল ৬টা থেকে আজ (বুধবার) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৩. ৯ মিলিমিটার। এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা। দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিসহ মোসুমী সবজি চাষিরা।
এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে এখনে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা করছে আহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং ভারি বৃষ্টিপাত হতে পারে।