More

    সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মাদারীপুর-৩ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন এর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত (হাতপাখা) প্রার্থী ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হক এর সাথে কালকিনি উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার ২১ আগষ্ট সকাল ১০ টায় কালকিনি উপজেলা আইএবি কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাওলানা আজিজুল হক সাংবাদিকদের সাথে মতবিনিয় করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় তিনি আগামী নির্বাচনে পি আর পদ্ধতির সুবিধা তুলে ধরেন বলেন, বিশ্বের ৯৭ টি দেশে পি আর পদ্ধতিতে নির্বাচন হয়।

    তিনি বলেন বাংলাদেশ ইসলামিক আন্দোলন ক্ষমতা আসলে দুর্নীতি, ঘুষ, ধর্ষণ, ইভটিজিংও মাদক মুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন। এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান সুমন, সহ-সভাপতি কেরামত আলী হাওলাদার, পৌর শাখার সভাপতি মুহাম্মাদ লুৎফর রহমান মুন্সি,

    সহ-সভাপতি ইলিয়াস শিকদার, সেক্রেটারি মহিউদ্দিন হাওলাদার, জয়েন্ট সেক্রেটারি তামীম হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাঈম ইসলাম, সহ-সভাপতি হাফেজ হুসাইন আহমাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরাফাত হোসেন সহ নেতৃবৃন্দ

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নবাগত জেলা প্রশাসক আফছানা বিলকিসের সঙ্গে কালকিনি উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

    কালকিনি প্রতিনিধি: নবাগত মাদারীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফছানা বিলকিস কালকিনি উপজেলা প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভায়...