বাকেরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ বশির উদ্দিনকে পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামির আমির অধ্যাপক ফিরোজ আলম।
২৩/৮/২০২৫ ইং শনিবার বিকেল ৪ টায় উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন কর্মী সমাবেশে এ ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি ও বাকেরগঞ্জ-৬ আসনে জামায়াতের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মাহামুন্নবী তালুকদার। জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম,
উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ বশির উদ্দিন, বাকেরগঞ্জ উপজেলা মজলিসে শুরা ও কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন, পাদ্রীশিবপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন,
উপজেলা যুব বিভাগের সভাপতি ও কর্ম পরিষদ সদস্য মেহেদী হাসান শাওনসহ পাদ্রীশিবপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ নেতাকর্মীরা। এ সময় অধ্যাপক ফিরোজ আলম তার বক্তব্যে বলেন,
ইউনিয়নের সকল কর্মীকে একতাবদ্ধ হয়ে কাজ করে জামায়াতের কর্মী সমর্থক বৃদ্ধি করার আহ্বান জানান। সাধারণ মানুষের ভিতরে ব্যাপক গণসংযোগ করার পরামর্শ দেন। সকলকে নিয়ে জামায়াত প্রার্থীকে বিজয় করে আনার জন্য সবাইকে একসাথে কাজ করতে বলেন।