More

    মেঘনা নদীর পাড় থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালের হিজলায় মৌলভীর হাট সংলগ্ন মেঘনা শাখা নদীর পাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে হিজলা থানা পুলিশ ও নৌ পুলিশ। রবিবার (২৪ আগস্ট),সকাল ১১ টায় উপজেলার গুয়াবারিয়া ইউনিয়নের কালিকাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধের নাম জলিল সরদার (৮০)। তিনি হিজলা উপজেলার গুয়াবারিয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা।

    জানা যায়, গতকাল( ২৩ আগষ্ট),শনিবার সকাল ১০টায় ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জলিল সরদার। বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজ করেন। রবিবার ১১টায় স্থানীয়রা তার লাশ নদীর তীরে দেখে থানায় খবর দিলে হিজলা থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে লাশ উদ্ধার করেন। এসময় তার বাড়ির লোকজন এসে লাশ শনাক্ত করে।

    এ ব্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, স্থানীয় লোকজন বৃদ্ধের লাশ দেখে থানায় খবর দেয়। আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতির জন্য বরিশাল জেলা প্রশাসকের নিকট পাঠাই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...