More

    হিজলায় ৮৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ।

    অবশ্যই পরুন

    বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার।

    জানা গেছে ২৪ আগস্ট, রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ কারেন্ট জাল জব্দের জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার,উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সহ কোষ্টগার্ড, নৌ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

    উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার পুরাতন হিজলা বন্দরের ব্যবসায়ী মোঃ কালাম মুন্সী নিজ বাড়িতে অবৈধ কারেন্ট জাল মজুদ করেছেন।

    পরে ( ইউ এন ও) স্যার এর নেতৃত্বে কোষ্টগার্ড,নৌ পুলিশ সহ একটি টিম নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে প্রায় ৮৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বাড়িতে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে পাওয়া যায়নি। উদ্ধার হওয়া কারেন্ট জাল আগুন পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ সকল জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আসন সমঝোতার গুঞ্জনের মধ্যেই পটুয়াখালী-৩ এ হাসান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১২ পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী...