কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশে তৃনমুল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় গণমাধ্যমকর্মীদের নিয়ে” তৃণমূলের অংশগ্রহণ, নিশ্চিত করি জলবায়ু সুশাসন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক হুমায়ুন কবীর, অমল মুখার্জী। কর্মশালায় জলবায়ু সুশাসন বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশনের এসসিজিজিপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আশিকুর রহমান। প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার অফিসার সোনিয়া আক্তারের উপস্থাপনায় জলবায়ু পরিবর্তনে উপকূলীয় এলাকায় প্রতিবছর ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও সম্পদের সঠিক ব্যবহার না হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় উন্নয়ন হচ্ছে না।
এ কারনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আরও ক্ষতির মুখে পড়ছে। সভায় বক্তারা বলেন, প্রশাসনিক ও মাঠ পর্যায়ের জনপ্রতিনিধিদের অনিয়ম ও দূর্নীতির কারনে জলবায়ু তহবিলের অর্থ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। তাই জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ এলাকায় পরিকল্পিত দীর্ঘমেয়াদী উন্নয়ন হলে উপকূলীয় এলাকার মানুষ ক্ষতি থেকে রক্ষা পাবে।