More

    গলাচিপায় ৫০ পিচ ইয়াবাসহ যুবক ইমন আটক

    অবশ্যই পরুন

    গলাচিপা প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ইমন নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মোঃ রুহুল ইসলাম ইমন। তিনি উপজেলার ১১১, সাগরদী রোড, ওয়ার্ড নং-০৫, গলাচিপা পৌরসভা এলাকার ইউনূস ফকিরের ছেলে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।

    এ ঘটনায় গলাচিপা থানায় মামলা নম্বর-১২, তারিখ-২১/১২/২০২৫ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার সারনী ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। থানা সূত্রে জানানো হয়, এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কাঠালিয়ায় অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

    সাকিবুজ্জামান সবুর, কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়ায় অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৫টায়...