গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১২ পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি হাসান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে গলাচিপা উপজেলা বিএনপি। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় সহকারী রিটার্নিং অফিসার ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের কার্যালয় থেকে উপজেলা নির্বাচন অফিসার মো. হোসেন এবং প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামানের উপস্থিতিতে মনোনয়ন ফরম গ্রহণ করা হয়।
হাসান মামুনের পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সিনিয়র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মাসুম বিল্লাহ, গলাচিপা পৌর বিএনপির সভাপতি (সাবেক ভিপি) মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান শাহিনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গলাচিপা উপজেলা বিএনপি সূত্রে জানানো হয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে। উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদে যাওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে আসন সমঝোতায় পৌঁছেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এমন খবর ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
সমঝোতার অংশ হিসেবে পটুয়াখালী-৩ আসনে তাকে বিএনপি পক্ষ থেকে ছাড় দেওয়ার আলোচনা থাকলেও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই আসনে হাসান মামুনকেই প্রার্থী হিসেবে দেখতে চান বলে জানান।
