More

    ভোলায় পানিতে ডুবে দুই খালাতো বোনের মৃত্যু

    অবশ্যই পরুন

    ভোলার দৌলতখান উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা  ও জোবায়দা নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাদের দুজনের মরদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়। নিহত ফাতেমা উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারউল্লাহ গ্রামের মো. শাকিলের মেয়ে ও জোবায়দা একই এলাকার মো. হোসেনের মেয়ে।

    তারা সম্পর্কে খালাতো বোন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলের দিকে তারা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। সন্ধ্যার দিকে ঘরে না আসায় পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও খুঁজে না পেয়ে গ্রামে মাইকিং করা হয়।

    পরে তারা রাত ১০টার দিকে তাদের বাড়ির পুকুরে জোবায়দা ভাসমান অবস্থায় দেখতে পান। এরপর সাড়ে ১০টার দিকে ফাতেমাকেও পুকুরের গভীর থেকে উদ্ধার করা হয়। পরে তাদের দুজনকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

    দৌলতখান থানার ওসি মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

    বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে গতকাল সোমবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।...