More

    যখন প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ছিল না তখন আলেম ওলামাদের শিক্ষার আলো ছড়িয়েছে রফিকুল ইসলাম

    অবশ্যই পরুন

    বরিশাল প্রতিনিধি: মাদ্রাসা শিক্ষা বর্তমানে একটি আধুনিক শিক্ষা ব্যবস্হা।এখান যেমন ধর্মীয় জ্ঞান অর্জন করা সম্ভব তেমনি বর্তমান আধুনিক সমাজ ব্যবস্হার সাথে নিজেকে গড়ে তোলার জন্য এটি একটা অনন্য মাধ্যম। মাদ্রাসা শিক্ষা এখন আর ধর্মীয় ও পরকালীন শিক্ষা ব্যবস্হার মধ্যে সীমাবদ্ধ নয়, এখান থেকে শিক্ষা নিয়া মূলত নিজেকে সমাজ সংস্কারক হিসাব প্রতিষ্ঠা লাভ করা যায়। ২৮/৮/২০২৫ ইং বৃহস্পতিবার বেলা ১১ টায় বাকেরগঞ্জ পৌর অডিটোরিয়াম মিলনায়তনে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে উপজেলার বিভিন্ন মাদ্রাসা প্রধানদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলার বিহারীপুর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মোয়াজ্জেম হোসেন আনসারীর সঞ্চালনায় এবং নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম।

    পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামি সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে বিভিন্ন আলোচকবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাওঃ মাহমুদুন্নবী তালুকদার সহকারী অধ্যাপক বিহারিপুর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা। বক্তৃতারা উপজেলার বিভিন্ন মাদ্রাসার অবকাঠামোগত সমস্যাসহ মাদ্রাসার গুণগত পরিবেশ ফিরিয়ে আনার জন্য ইবতেদায়ি এবং সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি এবং ইবতেদিয়া মাদ্রাসাগুলোকে জাতীয়করণের জন্য সচিব মহোদয়ের নিকট দাবী জানান। অপরদিকে বাকেরগঞ্জ উপজেলার মাদ্রাসাগুলোতে কারিগরি বিভাগ খোলার জন্যও দাবী তোলেন সভায় আগত মাদ্রাসার প্রতিনিধিগণ।

    মতবিনিময় সভা অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওঃ সফিকুর রহমান, অধ্যক্ষ মাওঃ মোঃ আবুবকর সিদ্দিক, মাও মোঃ আবুল হোসাইন, মাওঃ মোঃ দিদারউল্লাহ।

    প্রবীণ মাওঃ মোঃ আ ক ম আলী আহমেদ, শেখ মাহমুদুর রহমান( রিমন) সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক এবং অভিভাবকদের পাশাপাশি পরিচালনা কমিটির সদস্যদের আরো নীতিবান হতে হবে।

    তিনি ২০২৫ সালের দাখিল পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান প্রধানদের ধন্যবাদ জানান এবং যে-সব মাদ্রাসা ভাল রেজাল্ট করতে ব্যর্থ হয়েছে আগামীতে তাদেরকে ভাল ফলাফল করতে তাগিদ দেন। তিনি বলেন, যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্হা ছিল না তখন আলেম, ওলামা এবং ধর্ম প্রচারের দায়িত্বে যারা ছিলেন তারাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষায় মানুষকে শিক্ষিত করতেন।

    এর আগে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম তার বক্তব্যে উপজেলার সমস্ত মাদ্রাসাগুলোর সার্বিক চিত্র তুলে ধরেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...