বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় ৮ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন। ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগসহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এর আগে গত সপ্তাহ থেকে দাবি আদায়ের লক্ষ্যে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) থেকে পৃথক করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা। আন্দোলনরত শিক্ষার্থী সালমান মাহমুদ বলেন, ৯ মাস আগে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে পরীক্ষা বর্জন করে আন্দোলন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েছিল, বাস্তব কোনো উদ্যোগ নেয়নি।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা এ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা জানিয়েছেন যত দিন পর্যন্ত আমাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে না নেবে, তত দিন ক্যাম্পাস লকডাউন ও প্রশাসনিক ভবন বন্ধসহ এ আন্দোলন চলবে। এ বিষয়ে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে এসব দাবি বাস্তবায়নের বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত নয়।
এ বিষয়ে উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। এদিকে এ আন্দোলনকে কেন্দ্র করে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড থেকে সরকারি দুই প্রান্তে শত শত যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে ঢাকা ও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীসাধারণ। তবে শিক্ষার্থীরা রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো ধরনের বাধা প্রদান করছেন না। শিক্ষার্থীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে মহাসড়কের মাঝে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
