আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ইউএলও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আগৈলঝাড়া সরকারি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ইউএলও ফাইনাল ম্যাচে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর একাদশকে পরাজিত করে ডেইরি খামারি একাদশ চ্যাম্পিয়ান হয়েছে।
পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, ভেটেরিনারি সার্জন ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ, ডা. মো. নাইম, রাইয়ান এগ্রো বিজনেস পরিচালক মো. জোবায়ের আহম্মেদ রিমন,
এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিঃ সেলস এন্ড মার্কেটিং ডা. ইফতেখায়রুল আলমসহ প্রমুখ। পরে বিজয়ী দলের মাঝে অতিথিরা পুরস্কার বিতরন করেন।