আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় অপহরণসহ গণধর্ষণ মামালায় ১৪বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. মিজান (৫৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত বৃহস্পতিবার সকালে রাজধানীর হাতিরঝিল এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। তিনি বলেন, আসামীর বিরুদ্ধে ২০১১ সালে ময়মনসিংহ জেলার ফুলপুর থানার অপহরণসহ গণধর্ষণ মামালা হয়।
আসামীর বাড়ি আগৈলঝাড়া থানার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে হওয়ায় আগৈলঝাড়া থানায় তার নামে ওয়ারেন্ট আসে।
পরে তথ্যপ্রযুক্তির সহয়তায় মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে ১৪বছরের সাজাপ্রাপ্ত আসামী মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।