ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খুন্না বাড়ির গগনআলীর ছেলে প্রতিবন্ধী কাশেমের বসতঘর পুড়ে ছাই হয়েছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ সটসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। ভুক্তভোগী কাশেম জানান, ‘তিনি তার ৪ সন্তানসহ ওই ঘরে বসবাস করছিলেন। এর মধ্যে স্ত্রী ও দুই সন্তানসহ তিনি প্রতিবন্ধী। বিদ্যুৎ সটসার্কিট থেকে আগুন লেগে তার বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
বসতঘরটি হারিয়ে সরকারের কাছে সাহায্য চায় অসহায় পরিবারটি।’ বোরহানউদ্দিন ফায়ার স্টেশনের ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।’