আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
গতকাল সোমবার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপি আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান শিকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম—আহবায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, আবুল মোল্লা, এনায়েত হোসেন মনুসহ প্রমুখ। দলীয় পতাকা উত্তোলন শেষে তারা বরিশালের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।