More

    গৌরনদী—আগৈলঝাড়ার সাংবাদিকদের পিআইবি’র প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া জার্নালিজম এর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শেষে রোববার বিকেলে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    পিআইবি সূত্রে জানা গেছে, ওই দুই উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) কর্তৃপক্ষ তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষে আলোচনা সভা ও সনদ বিতরণে গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সনদ বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)র মহা পরিচালক মো. ফারুক ওয়াসিফ।

    বিশেষ অতিথি ছিলেণ ভোরের কাগজের সাবেক চীফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন। এসময় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মো. গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ।

    গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে পিআইবিতে কর্মরত দক্ষ প্রশিক্ষক দুই উপজেলার সর্বমোট ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণ নিয়েছেন। রোববার বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালাটি সমাপ্ত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...