More

    মাদারীপুরে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল খালের পানিতে ডুবে নিখোঁজ হওয়া শিশু ওয়ালিদ বেপারীর (৩) মরদেহ ১৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসকর্মীরা। এর আগে গতকাল (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই শিশুটি নিখোঁজ হয়।

    তাকে উদ্ধারের জন্য স্থানীয় প্রায় শতাধিক যুবক ও কালকিনি ফায়ার সার্ভিসকর্মীরা মিলে সোমবার রাতভর অভিযান কার্যক্রম চালায়। নিখোঁজ শিশু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরফতে বাহাদুর গ্রামের জুয়েল বেপারীর ছেলে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শিশু ওয়ালিদ সোমবার সন্ধ্যায় নিজ বাড়ি পাশের শিকারমঙ্গল খালের ঘাটে একা খেলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।

    খবর পেয়ে কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করে। পরে মাদারীপুর থেকে ডুবুরি দল এনে সন্ধান চালানো হয়। কিন্তু শিশু ওয়ালিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আজ (২ সেপ্টেম্বর) সকালে ওয়ালিদের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসকর্মীরা। ওয়ালিদের বাবা জুয়েল বেপারী আহাজারি করে বলেন, আমার ছেলে খেলতে গিয়ে খালের পানিতে ডুবে নিখোঁজ ছিল। আজ (মঙ্গলবার) সকালে ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    ছেলে হাড়ানোর যন্ত্রণা সইতে পারছি না।এ শোক কোথায় রাখব। কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার খোকন জোয়াদ্দার বলেন, ব্যাপক অভিযান চালানোর পর শিশুটির মরদেহ খাল থেকে আমরা উদ্ধার করেছি। কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি মারা গেল, বিষয়টি দুঃখজনক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...