More

    পটুয়াখালীতে ৬ হাজার টাকায় বিক্রি এক ইলিশ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর মহিপুরে জেলের জালে ধরা পড়া একটি ইলিশ বিক্রি হয়েছে ৬ হাজার ৯০ টাকায়। মাছটির ওজন দুই কেজি ১০০ গ্রাম। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে মহিপুর মনোয়ারা মৎস্য আড়তে মাছটি বিক্রি হয়। কেজিপ্রতি মাছটির দাম দাঁড়ায় প্রায় ২ হাজার ৯০০ টাকা।

    জানা গেছে, গত সোমবার পহেলা সেপ্টেম্বর বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলে দেলোয়ার মাঝির এফবি মা ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল ইলিশটি ধরা পড়ে। মাছটি মহিপুর আড়তে আনা হলে স্থানীয় জনতার ভিড় জমে যায়।

    মাছটির ক্রেতা ছগির আকন বলেন, সকালে জেলে দেলোয়ার মাঝি মাছটিকে মৎস্য আড়তে নিয়ে এলে এক লাখ ১৬ হাজার টাকা মণ ধরে ৬ হাজার ৯০ টাকায় মাছটি ক্রয় করি। এমন বড় মাছ খুব বেশি পাওয়া যায় না।

    এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত গভীর সমুদ্রের মাছ। এমন বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের খবর। যদি নিয়মকানুন মেনে মাছ ধরা হয়, তাহলে ভবিষ্যতেও বঙ্গোপসাগরে আরও বড় বড় ইলিশ ধরা পড়বে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাংলামোটরে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল, আটক ৬

    রাজধানীতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ-মিছিল করেছেন ‘নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই...