More

    গলাচিপায় হাসান মামুন এর নেতৃত্বে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এবং বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর মঞ্চে এ কর্মসূচি পালিত হয়েছে।

    উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

    এ সময় তিনি বলেন, ‘ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে আমি তার সুস্থতা কামনা করছি।’ কর্মসূচি উদ্বোধন করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মো. জাকির হোসেন নান্নু।

    বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মৃধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ নজরুল ইসলাম ও বাংলাদেশ জাতীযতাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এ বি এম মুকুল।

    বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সিনিয়র সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি খন্দকার মিজানুর রহমান, পঙ্কজ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ,

    সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, মো. মাসুদ রানা প্যাদা, পৌর বিএনপি’র সভাপতি ভিপি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন প্রমুখ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য রয়্যাল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে প্রসূতি নারীর মৃত্যু: চিকিৎসা অবহেলার অভিযোগ স্বামীর

    বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত নারীর নাম তানজিলা আক্তার, তিনি...