More

    লিটনের ঝড়ো ফিফটি, ফিরলেন সাইফ-হৃদয়

    অবশ্যই পরুন

    স্পোর্টস ডেস্ক: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। ওপেনার ও অধিনায়ক লিটন দাস ফিফটি পেয়েছেন। আউট হয়েছেন ওপেনিং করা সাইফ হাসান ও তিনে নামা তাওহীদ হৃদয়।

    বাংলাদেশ ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৮২ রানে ব্যাট করছে। লিটন দাস ২৯ বলে ৫২ রান করে খেলছেন। পাঁচটি চার ও তিনটি ছক্কা মেরেছেন তিনি। তার সঙ্গী শামীম পাটোয়ারি। সাইফ ৮ বলে ১২ করে ফিরেছেন। হৃদয় ১৪ বলে ৯ রান করে আউট হয়েছেন।

    সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ একাদশে পাঁচ পরিবর্তন এনেছে। দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন একাদশে নেই। খেলছেন না তাসকিন ও মুস্তাফিজ। বিশ্রাম দেওয়া হয়েছে শেখ মাহেদীকেও। তাদের জায়গায় শামীম, সোহান, রিশাদ, সাইফউদ্দি ও শরিফুল একাদশে ঢুকেছেন।

    বাংলাদেশ একাদশ: লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, তানজিদ তামিম, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

    নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ড, শারিজ আহমেদ, নোয়াহ ক্রোয়েস, টিম প্রিঙ্গেল, কাইলি ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকিরেন, দানিয়েল দোরান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...