More

    কালকিনিতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার প্রধান প্রধান সড়কে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এক জনসভা। জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক।

    এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান,কালকিনি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুজ্জামান তোতা,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাসির উদ্দিন ফকির লিটন,বিএনপি নেতা শহীদ খান,রোকনুজ্জামান রতন মৃধা,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা দুলাল,

    সাহেবরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন হাওলাদার,যুবদল নেতা জুয়েল প্যাদা,পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি জুলহাস সরদার,যুবদল নেতা শাহিন মৃধা,ছাত্রদল নেতা রফিকুজ্জামান রকি,সহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনিতে আড়িয়াল খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন: চালককে ৩ লক্ষ টাকা জরিমানা

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাট এলাকায় বৃহস্পতিবার বিকালে আড়িয়াল খাঁ নদের তীর কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে...