More

    বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিহত পরিবারের মাঝে খাদ্য সহায়তা চাল বিতরণ

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবির ঘটনায় মৃত মো. আবদুর রশিদ, মো. ইদ্রিস, মো. নজাংল ইসলাম, মো. কালাম এবং নিখোঁজ জেলে মো. গিয়াস উদ্দিনসহ উদ্ধার হওয়া আরও ১৯ জন জেলেকে খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি করে চাল দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জেলে পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মোকসেদুল আলম উপস্থিত থেকে জেলে পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সহায়তার চাল বিতরণ করেন।

    গত ১৮ ও ২৬ আগস্ট কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মো. আবদুর রশিদ, মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মো. ইদ্রিস, লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের মো. নজরুল ইসলাম,

    গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের মো. কালাম মারা যায় এবং লক্ষ্মীপুর জেলার কমলনগর গ্রামের জেলে মো. গিয়াস উদ্দিন নিখোঁজ হয়। এ ছাড়া বাকি ১৯ জনকে অপর মাছধরা ট্রলারের সাহায্যে উদ্ধার করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে ডাক্তার না হয়েও দাঁত ও চোখের চিকিৎসা করেন দুই ভাই

    অনলাইন ডেস্ক: পটুয়াখালীর মহিপুর সদরের এশিয়া ডেন্টাল ও চক্ষু সেবা কেন্দ্রে চলছে নিয়মবহির্ভূত চিকিৎসা কার্যক্রম। ডাক্তার না হয়েও নামের...