More

    কলাপাড়ায় আমেরিকার নাগরিকের বাসায় ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় ৩জন গ্রেফতার

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকার নাগরিকের বাসায় ডাকাতি ও গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর এ তথ্য নিশ্চিত করেন।

    গ্রেফতারকৃতরা হলেন মোঃ কাওসার, আশিষ গাইন ও মোঃ শওকত আহমেদ রিপন ওরওফ সোহাগ। এদের বা ডি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়। পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহ জেলার শ্যামকুর বর্ডার এলাকা থেকে প্রথমে কাওসারকে গ্রেফতার করা হয়।

    পরবর্তিতে তার দেয়া তথ্য অনুযায়ী ঢাকার ট্যাকটিক্যাল মোড়স্থ বস্তি থেকে শওকত ওরফে সোহাগকে গ্রেফতার করা হয়। শেষে কলাপাড়া শহর থেকে আশিষ গাইনকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত ১৪জুলাই গভীর রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকার জনৈক আমেরিকা প্রবাসীর বাসায় ডাকাতি করে আসামিরা।

    এসময় নগত ৫০হাজার টাকা, ১৩ভরি স্বর্ন ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। যাবার আগে ওই আমেরিকার নাগরিক স্ত্রীকে ঘরের একটি রুমে রেখে গণধর্ষণ করে আসামিরা। পরের দিন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝটিকা মিছিল থেকে আ’লীগের ৩০০০ নেতা-কর্মী গ্রেপ্তার

    চলতি বছর রাজধানীতে ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন...