More

    পবিপ্রবির শিক্ষকে লা’ঞ্ছিতোর ঘটনায় ইউনিক পরিবহনের চালক ও হেলপারকে চাকরিচ্যুত

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি ঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষক অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান মিয়া মুন্না এবং বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে দুর্ব্যবহার ও প্রাণনাশের হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কঠোর অবস্থানের পর ইউনিক পরিবহন কর্তৃপক্ষ দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছে এবং অভিযুক্ত চালক ও হেল্পারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে।

    এছাড়া, চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিলের বিষয়টিও সুপারিশ করা হয়েছে। ইউনিক পরিবহনের এডমিন এম. এ. মিন্টু স্বাক্ষরিত দুইটি অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। অভিযুক্ত চালক মো: জসিম উদদিন বরগুনা জেলার আমতলী থানার দক্ষিণ তাঁরিকাটা গ্রামের মো: সাত্তারের পুত্র এবং হেল্পার হিসেবে ছিলেন চালকের পুত্র মো: শাকিল।

    ঘটনাটি ঘটে ৪ আগস্ট, কুয়াকাটা থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে। অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান মিয়া মুন্না এবং তিন শিক্ষার্থী বাসে থাকা অবস্থায় চালক ও হেল্পারের অশোভন আচরণ ও প্রাণনাশের হুমকির শিকার হন।

    এরপর পবিপ্রবির শিক্ষার্থীরা দুর্ঘটনাস্থল থেকে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসেন। ৫ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে বিষয়টি মীমাংসার জন্য ইউনিক পরিবহনের বরিশাল বিভাগের ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন।

    বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত ড্রাইভার মো: জসিম ও হেল্পার মো: শাকিলকে আজীবনের জন্য ইউনিক পরিবহন থেকে বরখাস্ত করা হয়। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা যদি পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, সেক্ষেত্রে ইউনিক পরিবহন কোনো বাধা সৃষ্টি করবে না।

    পবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এই ঘটনায় কঠোর অবস্থান গ্রহণ করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। এ ধরনের কাণ্ড আমরা কোনোভাবেই সহ্য করব না।

    আমরা আশা করি, আজকের ঘটনা সকল পরিবহনকর্মীর জন্য একটি সতর্কবার্তা হয়ে থাকবে এবং ভবিষ্যতে কেউ এই ধরনের অশোভন আচরণ করার সাহস করবে না।” বিশ্ববিদ্যালয় প্রশাসন একই সঙ্গে চালক ও হেল্পারের বিরুদ্ধে মানহানি মামলা করার সিদ্ধান্তও গ্রহণ করেছে। পবিপ্রবি প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, শিক্ষকের মর্যাদা ও শিক্ষার্থীর নিরাপত্তা কেউকে হরণের সুযোগ দেওয়া যাবে না।#

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...