আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধাকে আহবায়ক, এইচ. মোসাদ্দেক হোসেন মন্টুকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধার সভাপতিত্বে আহবায়ক কমিটি গঠন পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম—আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ মোহাম্মদ বখতিয়ার, বীর মুক্তিযোদ্ধা আলমগীর মিয়া, মোসাদ্দেক হোসেন মন্টু, শাহজাহান সরদার, এসকে সেকেন্দার, আইউব আলী মৃধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মিঠু মীরসহ প্রমুখ।
পরে সেকেন্দার আলী মৃধাকে আহবায়ক, মোসাদ্দেক হোসেন মন্টুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক কমিটি করা হয়। ওই কমিটি বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডর বীর মুক্তিযোদ্ধা মো. মতুর্জা রহমান মানিক’র কাছে জমা দেওয়া হয়। তিনি ওই কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমান্ডে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।