বরিশাল প্রতিনিধি: বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ইমরান খান ( সালামের) ওপর হামলার প্রতিবাদে উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করছে। ৮/৯/২০২৫ ইং সোমবার বিকাল পাঁচ ( ৫) টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল – কুয়াকাটা মহাসড়কে উপজেলা প্রেস ক্লাবের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আতাউর রহমান ( রোমানের) সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মোঃ মহসীন, দৈনিক ডেসটনির বেলাল হোসেন, মানব কন্ঠের কামাল হোসেন, ইনকিলাবের জাহিদুল ইসলাম, বাংলাদেশ বানীর বেল্লাল হোসেন, সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকগন।
মানববন্ধন থেকে সাংবাদিক ইমরান খান ( সালামের) ওপর হামলা কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদান সহ সারাদেশে কর্মরত সাংবাদিকগনের পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তার বিধান, ও দায়িত্ব পালন পালন কালে যেসব সাংবাদিক নিহত ও আহত হয়েছে তাদের পরিবারকে উপযুক্ত সহায়তা দেওয়ার জন্য দাবি জানানো হয়।
উল্লেখ্য খোলা বাজারে চাল বিক্রির ( ওএমএস) ডিলারের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে গত ৭ আগষ্ট রবিবার বিকালে বাকেরগঞ্জ উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক ইমরান খান ( সালামকে) বেধরক পিটিয়ে আহত করে। স্হানীয়রা আহত সালামকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।