More

    বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

    অবশ্যই পরুন

    বরিশাল প্রতিনিধি: বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ইমরান খান ( সালামের) ওপর হামলার প্রতিবাদে উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করছে। ৮/৯/২০২৫ ইং সোমবার বিকাল পাঁচ ( ৫) টায় বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল – কুয়াকাটা মহাসড়কে উপজেলা প্রেস ক্লাবের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আতাউর রহমান ( রোমানের) সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মোঃ মহসীন, দৈনিক ডেসটনির বেলাল হোসেন, মানব কন্ঠের কামাল হোসেন, ইনকিলাবের জাহিদুল ইসলাম, বাংলাদেশ বানীর বেল্লাল হোসেন, সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক প্রিন্ট পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকগন।

    মানববন্ধন থেকে সাংবাদিক ইমরান খান ( সালামের) ওপর হামলা কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদান সহ সারাদেশে কর্মরত সাংবাদিকগনের পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তার বিধান, ও দায়িত্ব পালন পালন কালে যেসব সাংবাদিক নিহত ও আহত হয়েছে তাদের পরিবারকে উপযুক্ত সহায়তা দেওয়ার জন্য দাবি জানানো হয়।

    উল্লেখ্য খোলা বাজারে চাল বিক্রির ( ওএমএস) ডিলারের অনিয়মের সংবাদ প্রকাশের জেরে গত ৭ আগষ্ট রবিবার বিকালে বাকেরগঞ্জ উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক ইমরান খান ( সালামকে) বেধরক পিটিয়ে আহত করে। স্হানীয়রা আহত সালামকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...