আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূকে ধর্ষণ মামলার আসামীকে যশোর থেকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতকে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের এক গৃহবধূ চলতি বছরের ১৮জুলাই রাতে একা ঘরের বাহিরে বের হলে একই এলাকার মৃত হারুন আকনের ছেলে কাওছার আকন জোরপূর্বক গৃহবধূকে ধর্ষণ করে।
পরে ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে ২৯ জুলাই আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সৌমেন বিশ্বাস অভিযান চালিয়ে মামলার পলাতক আসামী উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত হারুন আকনের ছেলে ধর্ষক মো. কাওছার আকনকে যশোর জেলার ধর্মতলা এলাকা থেকে সোমবার বিকেলে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে।
গ্রেপ্তারকৃত ধর্ষনকারীকে গতকাল মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
