More

    কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্মচারীর ৭০ জনের মধ্যে ৩৬ জন কর্মস্থলে অনুপস্থিত

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি:  কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্মচারীরা ৪ দফা দাবীতে গণ ছুটি ঘোষণা করেন। গত ৭ সেপ্টেম্বর থেকে কলাপাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ এর আওতায় ৭০ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৩৬ জন অনির্দিষ্ট কালের ছুটির আবেদন লিখে কর্মস্থল ত্যাগ করেন।

    মঙ্গলবার সন্ধ্যা সাত টা পর্যন্ত তারা কর্মস্থলে যোগদেয়নি। আর এই লোকবল শূন্যতায় শহর থেকে গ্রামীণ মানুষদের ভোগান্তির শেষ নেই। গ্রাহকগণরা নির্দিষ্ট অভিযোগকেন্দ্র গুলিতে ফোন করেও পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা—কর্মচারীদের কোন সাড়া না পেয়ে চরম হতাশায় রয়েছে।

    পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে অন্যায়ভাবে বরখাস্ত ও চাকরিচ্যুত কর্মকর্তা—কর্মচারীদের আদেশ বাতিল করার দাবি। একইসঙ্গে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা—কর্মচারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেয়া, নিম্নমানের তার দিয়ে কাজ করানো হচ্ছে এ কারণেই চার দফা দাবিতে নেমেছে তারা।

    তবে একাধিক গ্রাহক ক্ষোভ নিয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ নেই অভিযোগ কেন্দ্রগুলোতে একাধিক ফোন দিলেও তাদের ফোন রিসিভ হয় না, আমরা কোথায় যাবো।

    এ বিষয়ে কলাপাড়া জোনাল অফিস এর ডিজিএম জয় প্রকাশ নন্দী বলেন, চার দফা দাবীতে অধিকাংশ কর্মকর্তারা গণ ছুটিতে যাওয়ার কারনে এমন সমস্যা হচ্ছে।

    আশাবাদী খুব শীঘ্রই সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে যৌক্তিক সমাধানের মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা অব্যাহত রাখবে। তবে তিনি বলেন, কর্মস্থলে উপস্থিত না হওয়া ৩৬ জন কর্মচারীর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোন নির্দেশনা না পাওয়ায় কোন ব্যবস্থা নেয়া হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল

    অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক...