বরিশালের আগৈলঝাড়ায় ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ নেতাসহ চারজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও সরকারী কাজে বাঁধা দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের কাজিরহাটে পুলিশী চেকপোস্টের সময় ৬৫পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাগধা গ্রামের মো. জহিরুল ইসলাম ও মো. তপু তালুকদারকে গ্রেপ্তার করে এসআই মিল্টন মন্ডল।
তাদের কথা মতে পুলিশ অভিযান চালিয়ে বাগধা গ্রামের অপর মাদক ব্যবসায়ী মো. শাহ আলম মিয়ার লাকড়ীর ঘর থেকে ১শত পিচ ইয়ারা উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায়ী শাহ আলম ও ইউপি সদস্য মো. শামিম মিয়া ওরফে লিকচানের বাড়ির কাছাকাছি হওয়ায় ইউপি সদস্যকে ঘটনাস্থলে ডাকা হয়।
এই সময় বাগধা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ সহ— সভাপতি মো. শামিম মিয়া ওরফে লিকচান মাদকদ্র্ধসঢ়;ব্য ইয়াবা উদ্ধার কাজে পুলিশকে সহযোগিতা না করে মাদক ব্যবসায়ী শাহ আলমের পক্ষ নিয়ে পুলিশের সাথে খারাপ ব্যবহার করেন। এসময় মাদক উদ্ধার ও আসামী গ্রেপ্তারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ইউপি সদস্য ও যুবলীগ নেতা শামীম।
এঘটনায় পুলিশ ওই তিন মাদক ব্যবসায়ীসহ ইউপি সদস্যকে গ্রেপ্তার করে রাতে থানায় নিয়ে আসে। এঘটনায় এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও সরকারী কাজে বাঁধা দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেলে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।