More

    পটুয়াখালীতে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর রাঙ্গাবালীতে অপহরণ ও ধর্ষণ মামলায় আবু সালেহ হাওলাদার (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    পরে মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাবালীর চরমোন্তাজ তদন্তকেন্দ্র ইনচার্জ মো. রাতুল ইসলাম। আসামি আবু সালেহ ওই গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।

    এ বিষয়ে রাঙ্গাবালীর চরমোন্তাজ তদন্তকেন্দ্র ইনচার্জ মো. রাতুল ইসলাম বলেন, অপহরণের পর ধর্ষণ করার অভিযোগে গত ১৮ জানুয়ারি রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। তিনি আরও বলেন, ওই মামলায় চারজনকে আসামি করা হয়েছিল। আবু সালেহ হাওলাদর ছিলেন দ্বিতীয় নম্বর আসামি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...