More

    টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

    অবশ্যই পরুন

    এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকং-এর বিপক্ষে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। উইকেট কেমন আচরণ করতে পারে স্পষ্ট ধারণা না থাকায় শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন অধিনায়ক লিটন দাস।

    তিনি বলেন, ‘আমাদের জন্য প্রথম ম্যাচ। উইকেট কেমন আচরণ করবে পরিষ্কার ধারণা নেই। যে কারণে শুরুতে বোলিং করতে চাই। টানা তিনটি সিরিজ জিতেছি, কিন্তু সেটা ভিন্ন কন্ডিশনে। তিন পেসার, দুই স্পিনার এবং ছয় ব্যাটার নিয়ে খেলছি আমরা।’

    বাংলাদেশের একাদশের ওই তিন পেসার হলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম সাকিব। স্পিন বোলিং আক্রমণে রিশাদ হোসেনের সঙ্গে আছেন আরেক অলরাউন্ডার শেখ মাহেদী। এছাড়া পার্ট টাইম স্পিন অলরাউন্ডার হিসেবে আছেন শামীম পাটোয়ারি।

    বাংলাদেশ একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

    হংকং একাদশ: জিসান আলী, আংশুমান রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান ছাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মর্তুজা, আইজাজ খান, এসান খান, আয়ূশ শুকলা, আতিক ইকবাল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...