অনলাইন ডেস্ক: বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫২৪ জন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বরগুনা সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২৮ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ২৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৩২ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৭৮, আমতলী ২, বেতাগী ৪, বামনা ১৭, পাথরঘাটা ২৬ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন চিকিৎসাধীন।
এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ৩৫৯, তালতলী ১৫৩, বামনা ২৭৮, বেতাগী ১২৫, আমতলী ৮২ এবং পাথরঘাটা উপজেলায় ৫২৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩৪ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় ৬ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।
