More

    ঝালকাঠিতে নিজের দোকানে কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু

    অবশ্যই পরুন

    ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া বাজারে দর্জির দোকান থেকে মো. ছাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত ছাব্বির নলছিটি উপজেলার কুলকাঠি গ্রামের মজিদ দর্জির ছেলে ও স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

    স্থানীয় সূত্রে জানা যায়, ছাব্বির প্রতিদিন বাবার দর্জির দোকানেই থাকত এবং সেখানেই ঘুমাত। শুক্রবার রাতে একটি অনুষ্ঠান শেষে দোকানে ফিরে আসে সে। শনিবার সকালে পাশের গ্রাম থেকে তার মা এসে দেখেন দোকানের সাটারের কিছুটা অংশ খোলা। ভেতরে ঢুকে তিনি ছাব্বিরের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
    পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার এ ঘটনাকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে।

    ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শুভ জোমাদ্দার পলাতক

    পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের...